চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে তরুণের মৃত্যু, নিখোঁজ ১
নিশি রহমান | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩, ০৫:০০
রংপুরের বদরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুরের বদরগঞ্জ স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় আরও এক যুবক নিখোঁজ রয়েছেন।
নিহত ব্যক্তি রংপুর নগরীর মাহিগঞ্জ তালুক উপাসু গ্রামের শাহ আলম মিয়ার ছেলে মিজানুর রহমান (১৭)। পরিচয় নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: নন্দীগ্রামে সরিষাক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার, পরিচয় মেলেনি
রংপুরের বদরগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী লোকাল ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে পৌঁছালে ওই দুই তরুণ ছাদে উঠে সেলফি ও লাফালাফি শুরু করে। ট্রেনটি ঘুনটি ঘর অতিক্রমের সময় ডিস লাইনের তারে লেগে তারা ছিটকে পড়ে। এসময় একজন ট্রেনের নিচে পড়ে একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর তরুণের খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে ওই তরুণকে খোঁজাখুঁজি করা হচ্ছে। দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে।
রংপুর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আমরা একজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। অন্য আরেকজনের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত না।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।