আখেরি মোনাজাতে মানুষের ভিড়

আজ ইজতেমার শেষ দিনের বয়ান

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩, ২৩:০৬

বিশ্ব ইজতেমা

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তাবলীগ জামাত আয়োজিত দ্বিতীয় পর্বের ইজতেমা।

রোববার (২২ জানুয়ারি) বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুরসালিন। সকাল ৯টায় মাওলানা মোশারফ হোসেনের তালিম শুরু হয় এবং সাড়ে ৯টা থেকে হবে হেদায়েতের কথা।

এরপর বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মুসল্লিরা।

আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাতেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে স্রোতের মতো আসেন। সকালেও মুসল্লিদের এ স্রোত আরও বাড়তে থাকে। ইজতেমা ময়দানের আশপাশে এবং ঢাকা-ময়মনসিংহ ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়ক শুধু মুসল্লিদের ঢল। টঙ্গী যেন এখন পুণ্যনগরীতে পরিণত হয়েছে। সেখানে এখন টুপি-পাঞ্জাবি পরা মানুষের ঢল নেমেছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। এছাড়া দু-তিনদিন আগে থেকেই চিল্লাবদ্ধ ৬৪ জেলার কয়েক লাখ মুসল্লি ইজতেমাস্থলের নির্ধারিত খিত্তায় অবস্থান করছেন।

এদিকে আখেরি মোনাজাতের জন্য রোববার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস ছুটি ঘোষণা করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে বাধা নেই।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top