বুড়িগঙ্গা থেকে ১২শ' কেজি জাটকা জব্দ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১, ২৩:৫৫
বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০ মন (১২০০ কেজি) জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য ৩,৬০,০০০ টাকা।
রোববার (৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা লঞ্চঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযান পরিচালনা করে এম ভি ইয়াদ-৩ (বরিশালের পাতারহাট থেকে ঢাকা সদর ঘাটগামী) যাত্রিবাহী লঞ্চ থেকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি জানান, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ২৭ টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।
এনএফ৭১/আরআর/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।