এখনো বিক্রি হয়নি ‘কোটি টাকার খাট’
নিশি রহমান | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩, ০১:৪১
রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলায় সেরা আকর্ষণ হচ্ছে কোটি টাকার খাট। চলতি বছরের জানুয়ারির প্রথম দিন থেকেই সেটি দর্শনার্থীদের নজর কেড়ে ছিল। ইতোমধ্যে মেলা প্রায় শেষ পর্যায় চলে এসেছে ।তবুও বিক্রি হয়নি এই ‘পরী পালং’ খাট।
আরও পড়ুন>>> সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
মেলার ৩০ তম দিন আজও বিক্রি হয়নি কোটি টাকা দাম হাঁকানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই খাট।
‘কোটি টাকার খাট’ নিয়ে ফাতেমা এন্টারপ্রাইজের মালিক ও খাট প্রদর্শনকারী নুর নবী বলেন, আমাদের খাট আবু বকর নামে একজন মিস্ত্রি ৩ বছরের চেষ্টায় তৈরি করেছেন। এখানে ভালোমানের সেগুন কাঠের মূল অংশ ব্যবহার করা হয়েছে। যার ফলে এর দাম কোটি টাকা চাওয়া হয়েছে। এ পর্যন্ত মেলায় ৫৫ লাখ টাকা দাম ওঠেছে। কিন্তু আমরা দেইনি। দাম আরও কিছু বাড়ালে ছেড়ে দেব। মেলার বাকি দু’দিনে এই খাট কেউ কিনবেন কিনা তা নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। তবে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ জানতে পারল এটাও বড় প্রাপ্তি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।