নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন: আসামি সোহাগ মেম্বারের জামিন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২১, ০০:২২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলার আসামি স্থানীয় মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগের জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (৩ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে এই আদেশ দেন। মামলার এজাহার ও চার্জশিট পর্যালোচনা করে আদালত তার জামিন মঞ্জুর করেন।
নথি অনুযায়ী সোহাগ মেম্বারের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে দণ্ডবিধির ২০২ ধারার অভিযোগ এনেছে। ২০২ ধারায় সর্বোচ্চ শাস্তি ৬ মাস। এই বিবেচনায় তার জামিন চান আইনজীবী অজি উল্লাহ।
কিন্তু রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ঐ নারীকে নির্যাতনের ঘটনা ৭১'র নির্যাতনের ঘটনাকেও হার মানিয়েছে। পড়ে শুনানি নিয়ে হাইকোর্ট আসামি সোহাগ মেম্বারকে জামিন দেয়।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন প্রকাশ দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।