রহনপুর পৌর নির্বাচনে ৮ মেয়র প্রার্থী বৈধ
চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২১, ০১:১৭
তৃতীয় ধাপে আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
এতে যে ৮ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের সকলকে বৈধ বলে ঘোষণা করা হয়। অন্যদিকে একজন কাউন্সিলর প্রার্থী বাদে সকলকে বৈধতা দেয়া হয়েছে।
রবিবার দুপুর ২টায় প্রার্থীতা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।
তিনি বলেন, মেয়র ও কাউন্সিলর মিলে সর্বমোট ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৮ জনকেই বৈধ বলে ঘোষণা করা হয়েছে। একমাত্র কাউন্সিলর প্রার্থী জুয়েল খানকে ঋণখেলাপীর দায়ে অবৈধ হিসেবে প্রার্থীতা বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, রহনপুর পৌরসভা নির্বাচনে বৈধ ৮ জন মেয়র প্রার্থী হলেন, বর্তমান মেয়র তারিক আহমদ (বিএনপি), গোলাম রাব্বানী বিশ্বাস (আ'লীগ), ডা. জোহনা আক্তার ফ্রেড্রিক (বাংলাদেশ কংগ্রেস), স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান খান (আ'লীগ বিদ্রোহী), ফারুক হোসেন স্বপন (আ'লীগ বিদ্রোহী), আসরাফুল ইসলাম (বিএনপি বিদ্রোহী), ডা. মফিজ উদ্দিন (বিএনপি বিদ্রোহী), নূরে আলম সিদ্দিকী বিপ্লব (আ.লীগ বিদ্রোহী)।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সারাদেশের ৬৪টি পৌরসভার সাথে তৃতীয় ধাপে রহনপুর পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।