কুমিল্লায় দুই ভারতীয় নাগরিক আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিশি রহমান | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১৭

ছবি: সংগৃহীত

কুমিল্লায় ইয়াবা ও গাঁজাসহ ভারতীয় দুই নাগরিকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১১। গতকাল (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুন>>> মাদক-প্রতারণা মামলার ২ আসামি গ্রেফতার

আটককৃতরা হচ্ছেন, ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন , একই গ্রামের মোরশেদ মিয়ার ছেলে মাসুম মিয়া এবং কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু ।

আজ (৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিলো। অভিযানের সময় ৩ হাজার ৫১০ পিস ইয়াবা এবং ১০১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top