জামায়াতের আমিরসহ দিনাজপুরে আটক ৭
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৫৭
দিনাজপুর জেলা জামায়াতের আমির আনসুর রহমানসহ (৬২) দলটির সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
শিক্ষা কারিকুলাম থেকে ইসলামবিরোধী অধ্যায় প্রত্যাহার, বিদ্যুতের বর্ধিত মূল্য কমানো এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করেছিলেন।
আরও পড়ুন: পাঁচ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ মূল্যস্ফীতি মিসরে
আটক অন্য ব্যক্তিরা হলেন ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামের আমির মঞ্জুরুল কাদের (৫৪), একই উপজেলার শিবনগর ইউনিয়নের আমির আবু তাহের (৬২), জেলা জামায়াতের সদস্য জাহিদুল ইসলাম (৫৫), আবুল বাশার (৫০), পার্বতীপুর আমবাড়ি এলাকার ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক নাইম বিল্লাহ (২৮), একই উপজেলার পশ্চিম হুগলীপাড়া জামে মসজিদের ইমাম রফিকুল ইসলাম (৪৫)।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আটক ব্যক্তিরা শহরে বিক্ষোভ মিছিলসহ নাশকতার পরিকল্পনা করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। তাঁদের নামে নিয়মিত মামলাও রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: দিনাজপুর জামায়াতের আমির নেতা-কর্মী আটক পুলিশ বিক্ষোভ মিছিল News newsflash71 newsflash Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।