হাকিমপুরে ৬ হাজার ৫৫ টি মামলার বিপরীতে থাকা মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০১

হাকিমপুরে ৬ হাজার ৫৫ টি মামলার বিপরীতে থাকা মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস

দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুদামে গত ১৮ বছরের জমাকৃত বিভিন্ন সময়ে আটককৃত বিভিন্ন সংস্থার জমাকৃত ধ্বংস যোগ্য পণ্যগুলি ধ্বংস করেছে হিলি কাস্টমস কতৃপক্ষ।

১৩ ফেব্রয়ারি সোমবার দুপুরে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে যথাযথ পদ্ধতি অনুসরন করে হিলি পৌরসভার জালালপুর শ্বশানের পার্শ্বে মাটি খুড়ে সেখানে এসব পণ্যে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়। ২০০৪ সাল থেকে ২০২২ সালের জানুয়ারী মাস পর্যন্ত ৬ হাজার ৫৫ টি মামলার বিপরীতে থাকা সার কীটনাশক বীজ মেয়াদউত্তির্ন খাদ্যদ্রব্যসহ ৫০ টাক্টর পণ্য ধ্বংস করা হয়।

এসময় সেখানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার বায়জিদ হোসেন,পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক ছামিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক উপন্দ্রেনাথ হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top