জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে বরিশালে জীবনানন্দ মেলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১২

সংগৃহীত

বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মদিন উপলক্ষে জীবনানন্দ মেলা। মেলার কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ব্রজমোহন কলেজে মাঠ প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টার দিকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই মেলার আয়োজক উত্তরণ সাংস্কৃতিক সংগঠন ।

আরও পড়ুন: সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ নিয়ে যা বলল : জেনস স্টলটেনবার্গ

তিন দিনব্যাপী জীবনানন্দ মেলায় স্টল রয়েছে ৪০টি। এছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা শেষ হবে আগামী ১৭ ফেব্রুয়ারি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া। মেলার উদ্বোধক ছিলেন সাংস্কৃতিক সংগঠক লিপি আব্দুল্লাহ। উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মম শাকিল আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরোয়ার ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী প্রমুখ। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top