• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লক্ষ্মীপুরে মসজিদে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

নিশি রহমান | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৩, ২৩:৪৪

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আয়াতউল্লাহ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লেংড়াবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন>>> পাওনা টাকার বিরোধে সিরাজগঞ্জে ব্যবসায়ীকে হত্যা

এ সময় স্থানীয় লোকজন গাড়ির হেলপারকে আটক করেন এবং ঘাতক বাসটিকে জব্দ করেন। তবে সেখান থেকে চালক পালিয়ে যান।

নিহত আয়াতউল্লাহ পৌরসভার কেরোয়া এলাকার গোলাম সর্দার বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

নিহতের ছেলে মো. স্বপন বলেন, সন্ধ্যায় তার বোনের বাড়ি থেকে সিএনজি করে লেংড়াবাজারে বাড়ির সামনে নামেন তিনি। এ সময় মাগরিবের  নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় তাকে ধাক্কা দেয় দ্রুতগামী এক বাস । এতে তিনি গুরুতরভাবে আহত হন। উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলেও অবস্থার অবনতি হওয়ায় পরে সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ আজ সকালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালক পালিয়ে গেছে। তবে ওই বাসসহ হেলপারকে আটক করা হয়েছে।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top