উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, আহত ২

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:২৭

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় নুর কায়েস (২৫) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এছাড়া অপর হামলায় রোহিঙ্গা কমিউনিটির নেতা (হেডমাঝি) আব্দুর রহিমসহ (৩৮) দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়া বালুখালী ৮ নম্বর ইস্ট ক্যাম্পের বি-ব্লকে একদল দুর্বৃত্ত গুলি ছোড়ে। এতে ওই ব্লকের বাসিন্দা নজুমুদ্দীনের স্ত্রী নুর কায়েস গুলিবিদ্ধ হন। তাঁকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরাফাত হোসেন নামে অপর এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন।

ওসি আরও বলেন, বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকে অবস্থান করছিলেন আব্দুর রহিমসহ কয়েকজন রোহিঙ্গা। এক পর্যায়ে ৪ থেকে ৫ জনের মুখোশ পরিহিত দুষ্কৃতিকারী তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। এপিবিএন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top