সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:১০
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার কাজে চলতি বছরের জানুয়ারিতে ৩৭৬টি ক্যামেরা স্থাপিত হয়। এর মধ্যে সুন্দরবনের নোটাবেঁকী অভায়ারণ্য অঞ্চল থেকে ৮টি ক্যামেরা চুরি হয়ে গেছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত সেটা এখনো জানা যায়নি।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, হেড মাঝিসহ আহত ২
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসাইন চৌধুরী।
তিনি বলেন, পশ্চিম সুন্দরবনে স্থাপিত এসব ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি সম্প্রতি আমাদের নজরে এসেছে। তবে কে বা কারা এঘটনার সঙ্গে জড়িত তা এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে বনবিভাগ।
বিষয়: বাঘ গণনা সুন্দরবন চুরি ক্যামেরা Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।