তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৩৪
চলতি মাসে সরকারি তিন দিনের ছুটি উপলক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল থেকেই ভিড় জমিয়েছেন রেকর্ড সংখ্যক পর্যটক। অনেক পর্যটক মেতেছেন সৈকতের বালিয়াড়ি উল্লাসে। কেউ গা ভাসাচ্ছেন সমুদ্রের নোনা জলে। আবার অনেকে আনমনে বসে উপভোগ করছেন সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ।
সরকারি তিন দিনের ছুটিতে লক্ষাধিক পর্যটকের আগমনে নতুন সাজে সেজেছে বিপনী বিতান থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এমনকি অগ্রিম বুকিং রয়েছে সকল হোটেল মোটেলেগুলোতে।
আরও পড়ুন : দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে রাজধানী ঢাকা
বসন্তের আগমনের সাথে সাথে পর্যটকদের এমন ভিড়ে মুখরিত হয়ে উঠেছে লেম্বুর বন, শুঁটকি পল্লী, গঙ্গামতি, কাউয়ার চর, ঝাউবাগান ও বৌদ্ধ বিহারসহ সকল পর্যটন স্পট। আগত সকল পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে তৎপর রয়েছে প্রশাসন।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক কেএম জহির বলেন, বিগত কয়েকদিনের তুলনায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সৈকতে উপস্থিত রয়েছে রেকর্ড সংখ্যক পর্যটক। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি পর্যটকদের সকল ধরনের সেবা প্রদানে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, পর্যটকদের নিরাপত্তায় এবং কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সে জন্য বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা এবং প্রয়োজনের অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশ সোচ্চার রয়েছে।
বিষয়: পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটক সমুদ্র ট্যুরিস্ট পুলিশ newsflash71 News newsflash Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।