সুন্দরবনে বাঘের থাবায় আহত; ২১ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:২৩

প্রতীকি ছবি

বাগেরহাটের সুন্দরবনে বাঘের থাবায় গুরুতর আহত হয়ে ২১ দিন পর মারা গেলেন অনুকুল গাইন (৩০) নামে এক জেলে । মৃত অনুকুল গাইন উপজেলার আমুরবুনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সুন্দরবন জিউধারা স্টেশন (মোংলা) কর্মকর্তা মো. শাহজাহান জানান, গত ২৭ জানুয়ারি সুন্দরবনের সুদীরেরচিলা খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন অনুকুল গাইন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারপর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরদিন পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে টানা ২১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন শুক্রবার রাতে। 

আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত

বন কর্মকর্তা শাহজাহান বলেন, মাছ ধরতে গেলে বাঘের আক্রমণে অনুকুলের পিঠের বাম পাঁজরের হাড় ভেঙে পেটের নাড়ী বের হয়ে যায় অনুকুল গাইনের। গামছা দিয়ে বেঁধে নেওয়া হয়েছিলো হাসপাতালে। অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত অনুকুলের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সরকারি অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top