বঙ্গোপসাগরে নিখোঁজ ৯ জেলের উদ্ধার কাজে র‌্যাব ও কোস্টগার্ড

নিশি রহমান | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৩৪

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনায় জলদস্যুরা ৯ জেলেকে সাগরে নিক্ষেপ করার পর তাদের উদ্ধারে কাজ করছে র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ বাহিনী।

গতকাল বেলা ১২টার সময় র‌্যাব ও কোস্টগার্ড ১২ জন সদস্যসহ ১১ জেলেকে নিয়ে পাথরঘাটা থেকে স্পিডবোট ও একটি ট্রলার সাগরের উদ্দেশে ছেড়ে গেছে। তা ছাড়া কুয়াকাটা থেকে আরও দু’টি মাছ ধরার ট্রলার যৌথ বাহিনীকে সহযোগিতা করছে বলে বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মো. মহিদুল ইসলাম নিশ্চিত করেন।

আরও পড়ুন>>> আজ এমভি মহারাজ লঞ্চ দুর্ঘটনার ১৮ বছর

নিখোঁজ জেলেরা হলেন, ইয়াছিন জোমাদ্দার (৩২), খাইরুল ইসলাম (৪০), আবুল কালাম (৫৮), কাইউম জোমাদ্দার (৩৫) , শফিকুল মাঝি (৩৫), ফরিদ (৩৮), আবদুল হাই (৪০) আবদুল আলীম (৫৫)। অপর এক জেলের নাম জানা যায়নি।

জানা গেছে, বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে অন্তত ১৮ লাখ টাকার জাল, জ্বালানি ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে সশস্ত্র জলদস্যুরা। গত শুক্রবার দিবাগত গভীর রাতে বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় এ ঘটনা ঘটে।

বরিশাল র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক এ এস পি তুহিন রেজা জানান, তারা ডাকাতির ঘটনায় আহত জেলেদের তদরকি করছেন। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। বর্তমানে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য তাদের একটি দল সাগরে পাঠিয়েছেন বলেও জানান তিনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top