• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ঝিনাইদহে ডাকাতি মামলায় হাজিরা দিতে এসে আবারও ডাকাতি

নিশি রহমান | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ২২:০৪

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ডাকাতি মামলায় হাজিরা দিতে এসে ফের ডাকাতি করার ঘটনা ঘটেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ডাকাত দলের সদস্যরা।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ গত শনিবার দিবাগত রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর গ্রাম থেকে ৩জন ও ঝিনাইদহ শহরের পারহাউস পাড়া থেকে বাকী ৩ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন>>> নাটোরে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে চোরের মৃত্যু

গ্রেফতারকৃতরা হল-ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধুলোজোড়া গ্রামের রঙ্গু শেখের ছেলে শফিকুল ইসলাম, মালিখালী গ্রামের রঙ্গু মোল্লার ছেলে মতজেল মোল্লা, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আব্দুল জলিল, কান্দাকুল গ্রামের রমজান শেখের ছেলে সুমন শেখ, মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মেরিনা খাতুন বৃষ্টি ও সদর উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আখিরন নেছা শিউলী।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি মোঃ শাহীন উদ্দিন জানান, ‌‌পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডাকাতির সাথে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। এরপর রাতে অভিযান চালিয়ে দুই নারীসহ ৬ জনকে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃতরা শহরের পবহাটির এক পেশকার ও ঘোড়ামারা গ্রামের দুই বাড়িতে ডাকাতি করে বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল নামে এক ডাকাত সদস্য স্বীকার করেছে তারা সম্প্রতি ডাকাতি মামলার হাজিরা দিতে ঝিনাইদহে এসেছিলন। ফেরার পথে সঙ্ঘবদ্ধভাবে আবারও ডাকাতি করে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top