লক্ষ্মীপুরে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের স্মরণ করল জেলাবাসী

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:২১

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে জেলাবাসী। দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদের স্মরণে মাদাম ব্রীজ সংলগ্ন জেলার কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সংসদ সদস্য, জেলা প্রশাসান, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন ৩২ ভারতীয়

সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারন। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়াও বিকালে শহিদদের স্মরণে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শনীর আয়োজন রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top