রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ২ শিশু গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৪১
কক্সবাজারের উখিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ রোহিঙ্গা শিশুরা হলো- ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) ও আব্দুল ফয়েজের ছেলে আবুল ফয়েজ (৮)।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পের ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ি নিহত
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুই গ্রুপের মধ্যে প্রায় ১৫ রাউন্ড গুলি বিনিময় হয়। ওই সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়। এর মধ্যে, উম্মে হাফসার কোমরের উপরে পিছন পাশে এবং আবুল ফয়েজ এর ডান পায়ে গুলি লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বিষয়: কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংঘর্ষ শিশু গুলিবিদ্ধ newsflash71 News newsflash Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।