শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

১৭ দিন পর বিএসএফ’র গুলিতে নিহত যুবকের লাশ ফেরত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৩৫

১৭ দিন পর বিএসএফ’র গুলিতে নিহত যুবকের লাশ ফেরত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ১৭ দিন পর ফেরত পেয়েছে তার পরিবার।

স্থানীয় পুলিশ ও বিজিবির একটি দল শুক্রবার বিকেলে যুবকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত আরিফুল ইসলাম (২৮) মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: বুয়েটে আবেদন শুরু ১ মার্চ, পরীক্ষা ২ ধাপে

মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর শহিদুল ইসলাম জানান, ৭ ফেব্রুয়ারি রাতে নিহত আরিফুল ইসলামসহ কয়েক জন মিলে গরু আনতে ভারতে যান।  ওমরপুর গ্রামের মাঠে পৌঁছালে বিএসএফ’র পাখিউড়া ক্যাম্পের একটি টহল দলের তাদের লক্ষ্য করে গুলি করে। গুলিতে আরিফুল নিহত হন। পরদিন ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ লাশ নিয়ে যায়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top