পানছড়িতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:০৪

সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন লোগাং জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মশিউর রহমান।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ‌১০টা থেকে চেংগী ইউনিয়নের বৈশাখ কুমার পাড়া ও তার আশপাশের এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ব্যক্তিরা এ সেবা গ্রহণ করেন।

আরও পড়ুন: মার্চে পানামা ও সুরিনামের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

চেংগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইন্দ্রজিৎ ত্রিপুরা ও খর্গ পাড়া এলাকার ভুবন মোহন ত্রিপুরা জানান, যোগযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় এই এলাকা থেকে পানছড়ি সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করা অনেক কষ্টকর। বিজিবির লোগাং জোনের এই সেবায় এলাকার অনেক অসুস্থ ও অসহায় মানুষ উপকৃত হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই ধরনের সেবা চলমান থাকবে। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top