মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৮
শাকিল খান | প্রকাশিত: ৬ মার্চ ২০২৩, ০৮:০৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাসের সাথে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।
নিহতরা হলেন— খাগড়াছড়ি সদর উপজেলার পূর্ব মুনলিমপাড়া গ্রামের আজারুল জামান মিয়ার ছেলে বাসচালক জহিরুল ইসলাম (৪২) এবং কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া ( ৬০), একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ হোসাইন (১০)।ভোর চারটার দিকে বাউশিয়া এলাকায় পৌঁছালে পিছনদিক থেকে একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি উল্টে গিয়ে পাশের ঢাকাগামী লেনে গিয়ে পড়ে।
এ সময় খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহণের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসচালক গুরুতর আহত হন আর ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।আহতদের উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন বাসচালক জহিরুল মারা যান।
নিহতদের মরদেহ সকালেই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আর দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস, বাস ও কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।