সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজিউর রাহমান | প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ০১:৫৫

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন কীভাবে লেগেছে সেটিও এখনো জানা যায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লাগার সংবাদ পেয়েছি। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।

জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল। সকাল ৭টায় আগুন নিভে গেছে। তবে কিছু জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা চলে গেছেন। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এখনো ঘটনাস্থলে আছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এই আগুনের সূত্রপাত হয়।

এরআগে, ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত ও ৩৩ জন আহত হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top