নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় চাঁদপুরে ৯ জেলে আটক

শাকিল খান | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১৯:২৫

ছবি: সংগৃহীত

চাঁদপুরে  নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে শরীয়তপুরের ৯ জেলেকে চাঁদপুরে আটক করেছে নৌ-পুলিশ। তাদের কাছ থেকে ২টি নৌকা ,৬৩ কেজি জাটকা ইলিশ, ও ৬ লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) ভোরে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। চাঁদপুরের পদ্মা-মেঘনায় সদর উপজেলার লক্ষ্মীরচর এলাকায় অভিযানে দুটি নৌকাসহ  ৯ জেলেকে আটক করা হয়েছে । তাদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকি দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত সবার বাড়ি শরীয়তপুরে। তারা শরীয়তপুর থেকে  চাঁদপুরে মাছ ধরতে আসে। তাদের জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত জাটকা ইলিশ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top