রাস্তার ধারে মিলল অটোচালকের হাত-পা বাঁধা লাশ
শাকিল খান | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ২৩:৩০
টাঙ্গাইলের বাসাইলে হাত-পা ও মুখ বাধা অবস্থায় অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে পৌরসভার কুমারজানী এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত চালকের নাম জুলহাস মিয়া (৫০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিহত জুলহাস মিয়া পেশায় ট্রাক চালক ছিলেন। কিছুদিন হলো তিনি ট্রাক চালানো বাদ দিয়ে ব্যাটারি চালিত অটো কিনে চালানো শুরু করেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বুধবার সকালে বাসাইল পৌর শহরের কুমারজানী এলাকায় হাত ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ব্যাটারিচালিত অটোচালক আরিফ মিয়া বলেন, জুলহাস মিয়া মঙ্গলবার রাতে টাঙ্গাইল নগরজালফৈ বাইপাস থেকে ৭ জন শ্রমিক নিয়ে সাড়ে ৫০০ টাকা ভাড়ায় সখীপুর উপজেলার বেড়বাড়ীর উদ্দেশে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি।
বাসাইল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা চালককে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিক্সাটি নিয়ে পালিয়ে গেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।