শরীয়তপুরে বজ্রপাতে তিন জনের মৃত্যু
শাকিল খান | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০১:৩৫
শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- ভেগরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মসলিম উদ্দিন মালের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছয়গাও ইউনিয়নের আনন্দবাজার গ্রামের সৌদি আরব প্রবাসী নাদিম মুন্সি (২৪), জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওরমদি মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গির মোল্লার ছেলে শাকিল মোল্লা (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে হটাৎ করেই বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওরমদি মাদবর কান্দি গ্রামের শাকিল মোল্লা কৃষি জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয়। অন্যদিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মসলিম উদ্দিন মালের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) গরু আনতে মাঠে যায়। সেখানেই বজ্রপাতে তিনিসহ তার গরুটি মারা যায়। এছাড়া ছয়গাও ইউনিয়নের আনন্দবাজার গ্রামের সৌদি প্রবাসী নাদিম মুন্সি (২৪) বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
নিহত পরিবারকে সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।