• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বঙ্গবন্ধু সাফারি পার্কে অসুস্থ বাঘের মৃত্যু

শাকিল খান | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ১৭:৩২

ছবি: সংগৃহীত

অন্তত দেড় মাস নানা জটিলতা পার করে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ মার্চ) বাঘিনীটি মারা যায়। সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ ফেব্রুয়ারি থেকে বাঘটি অসুস্থতা চোখে পড়ে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে অসুস্থ বাঘটি ধীরে ধীরে খাবার খাওয়া বন্ধ করে দেয়। পরে সেটি পার্কের বাঘ বেষ্টনীর পাশের খাঁচায় আটকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

একই সঙ্গে চলে অসুস্থ বাঘিনীর নিয়মিত চিকিৎসা। একপর্যায়ে গেল ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বাঘিনীটি অল্প অল্প খাবার খাওয়া শুরু করেছিল। কিন্তু ৭ মার্চ থেকে আবার খাওয়া একেবারে বন্ধ করে দেয়। সপ্তাহ ধরে বাঘটির শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন চলছিল। পরে বুধবার সকালে বাঘিনীটি মারা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ আজ সন্ধ্যায় বাঘ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাঘটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। বার্ধক্যজনিত রোগেও ভুগছিল। তবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গুরুত্বসহকারে চিকিৎসা চলছিল। নিয়ম অনুযায়ী মৃত বাঘের ময়নাতদন্ত শেষে পার্কের একটি নির্দিষ্ট স্থানে মাটি চাপা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সাফারি পার্কে বাঘের মৃত্যুর বিষয়ে পার্ক কর্তৃপক্ষ সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top