• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ময়মনসিংহে চাকরি মেলা অনুষ্ঠিত

শাকিল খান | প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ২২:৩৮

সোমবার সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে পলিটেকনিক হোস্টেল মাঠে এই মেলার আয়োজন করা হয়।বিভিন্ন প্রতিষ্ঠান মিলে প্রায় ৩১টি স্টল নিয়ে চাকরি মেলায় অংশগ্রহণ করেন।পছন্দের প্রতিষ্ঠানে চাকরি নিতে বায়োডাটা জমা দিয়েছেন দক্ষ শিক্ষার্থীরা। 

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে চাকরি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পিআইডব্লিউ এর পরিচালক এ.ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ স্থানীয় সরকারের পরিচালক ফরিদ আহমেদ, হিউম্যান রিসোর্স ও ক্রাউন সিমেন্টের জেনারেল ম্যানজার এবিএম ইউসুফ আলী খান সহ অন্যান্যরা। আলোচনা শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি এ ওয়াই এম জিয়াউদ্দিন আল-মামুন। জানা যায়, ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থী, গ্র্যাজুয়েট ও চাকরিদাতাদের একই মঞ্চে নিয়ে এসে সচেতনতা বৃদ্ধি করাই এ মেলার উদ্দেশ্য। 

দেশের স্বনামধন্য বেশ কয়েকটি নিয়োগ-প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেন। এখানে চাকরি প্রার্থীরা যেমন পছন্দমত প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিতে পারবে, তেমনি চাকরিদাতারাও পছন্দমতো প্রার্থী বাছাই করতে পারবে। কোনো কোনো প্রতিষ্ঠান আবার তাত্ক্ষণিক সাক্ষাতকার নিয়ে নিয়োগপত্র ও প্রদান করেছে।

এস বি জে /

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top