দিনাজপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
শাকিল খান | প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ১৯:৫১
দিনাজপুরের দশমাইল-রংপুর মহাসড়কের সদরপুর দরবারপুর এলাকায় বিআরটিসির বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরো ১০ জন। সোমবার সন্ধ্যা ৭টায় দরবারপুর জামে মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের ১ নম্বর নশরতপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মোস্তাফিজ রহমান (২১), খামার সাতনালা গ্রামের শামসুল হকের ছেলে সোহান (১৭) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে পিকআপ চালক ফয়জার রহমান (২৫)।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে সৈয়দপুরমুখী একটি বিআরটিসি বাসের সাথে পণ্যবোঝাই একটি পিকআপের সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপ ড্রাইভারসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরো ১০ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য সেবাকেন্দ্রে নেয়া হয়।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মেহফুজ তানজিল বলেন, এই ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে কেউই গুরুতর আহত নন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।