• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


টেকনাফের মানবপাচার চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

শাকিল খান | প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ২০:০০

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে কুখ্যাত দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লান পাড়ার মৃত বশির আহমদের ছেলে মাহবুবুল আলম ওরফে মাস্টার মাহাবুব (৪০) ও একই ইউনিয়নের জাহালিয়া পাড়ার নবী হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৯)।

টেকনাফ থানার পরিদর্শক মো. নাছির উদ্দিন মজুমদার জানান, রবিবার বিকালে টেকনাফ উপজেলা সদর থেকে অটোরিকশা যোগে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে বাড়ী ফেরার পথে মোহাম্মদ আলম নামের এক যুবককে অস্ত্রের মুখে জিন্মি করে একদল দূর্বৃত্ত। পরে তাকে অজ্ঞাত স্থানে জিম্মি রাখে। বিষয়টি অবগত হওয়ার পর সোমবার ভোররাতে টেকনাফ সদরের নতুন পল্লান পাড়ার মাহবুবের বাড়ি থেকে জিম্মিকে উদ্ধার করা হয়। এসময় ৪/৫ জন লোক দৌঁড়ে পালানোর সময় ধাওয়া করে মাহবুবুল আলম ও মো. হেলালকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার অপর আসামি হেলাল উদ্দিন মানবপাচার চক্রের সহযোগী ও সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top