পৌনে চার কোটি টাকার হেরোইনসহ আটক তিন

শাকিল খান | প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ২০:২৮

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে পৌনে চার কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান এ তথ্য জানান।

আটকৃতরা হচ্ছেন- দিনাজপুর শহরের পাক পাহাড়পুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে ফাহিমুর রহমান ফান্টু (২০), রামনগর এলাকার হাবিবুর রহমানের দুই ছেলে সোহেল রানা (২৫) ও শাহীন কবির (২২)।

প্রেস ব্রিফিংয়ে ক্যাম্প কমান্ডার জানান, দিনাজপুর জেলার বিরল উপজেলার দামাইল ঝলঝলিপাড়ার ফাতেমা বেগমের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মতে বাড়ির আঙিনার মাটি খুঁড়ে ১ কেজি ৫০৭ গ্রাম হেরোইন, তিনটি তিন ফুটের বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। কিন্তু মালামাল রক্ষণাবেক্ষণের মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। আসামিদের বিরল থানায় সোপর্দ করে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে ২ টি পৃথক মামলার প্রস্তুতি চলছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top