২ পাচারকারীর জুতার মধ্যে মিলল কোটি টাকার স্বর্ণ
শাকিল খান | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ০০:১৫
শার্শা সীমান্ত এলাকায় দুজনের জুতার ভেতরে ১০টি স্বর্ণের বার পেয়েছে বিজিবি। এসময় আটক করা হয়েছে দুই পাচারকারীকে। এক কেজি ১৬৭ গ্রাম স্বর্ণ যার দাম প্রায় এক কোটি টাকা।
আজ দুপুরে শার্শা উপজেলার জামতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটকৃতরা হচ্ছেন- নড়াইল জেলার জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার বিল্লা হোসেনের ছেলে নয়ন (১৮)। তাদের দু’জনের নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন।
এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।
তিনি বলেন, শার্শা উপজেলার জামতলা এলাকা দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে জামতলা বাজারে অবস্থান নেয় বিজিবি। এসময় সীমান্তের দিকে হেঁটে যেতে দেখে জাফর ও নয়ন নামে দু'জনকে আটক করে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের জুতার মধ্যে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
বিষয়: শার্শা স্বর্ণ আটক newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।