র্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা আটক
শাকিল খান | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ২২:১০
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় আলী জোহার নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক আলী জোহার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ এর নুর সালামের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মোঃ শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে রোহিঙ্গা আলী জোহারকে আটক করা হয়৷ তার দেহ তল্লাশী করে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় র্যাবের অভিযান টের পেয়ে আলী জোহারের আরো দুই সহযোগী পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলী জোহার উখিয়া ক্যাম্প নং- ১/ডব্লিউ, ব্লক-ই-৭ এফসিএন নং-১৬০৭৭৩ এর বাসিন্ধা।
তিনি আরও জানান, আটক ব্যক্তি ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।