ইফতারির আগমুহূর্তে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শাকিল খান | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ২০:৫৪

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে খামারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৬ মার্চ) বিকালে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ডিঙ্গামানিক ইউনিয়নের এলাহী বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা (৩৫) এবং একই এলাকার আবুল বাসার মাঝির ছেলে শাহিন শেখ (৩৬), তিনি পেশায় মাঝি। নিহতদের একজনে পরিচয় জানা যায়নি।

জানা যায়, ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে জানু মেম্বারের মাছের খামারে মাছ ধরতে যান। যখন ইফতারির আগ মুহূর্তে তারা মাছ ধরার শেষ করার প্রস্তুতি নিচ্ছিল সেই সময় বজ্রপাত হতে থাকে। এ সময় ডিঙ্গামানিক ইউনিয়নের বাসিন্দা শাহিন শেখসহ কয়েকজন বজ্রপাতে গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহিন ও সিরাজকে মৃত ঘোষণা করেন।

 নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top