শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঝিনাইদহে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম উদ্বোধন

শাকিল খান | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ২২:৩৪

ছবি: সংগৃহীত

 ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ ঝিনাইদহের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমানসহ আরও অনেকে।

বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করার ফলে ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবে না। এক দিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া ও গ্রহণ করা যাবে। এতে করে বিআরটিএর সকল কর্মকাণ্ড দুর্নীতি মুক্ত করা সম্ভব।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top