চোরাকারবারির কোমর থেকে পড়ল ১৩ স্বর্ণের বার
শাকিল খান | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩, ১৯:৪২
যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম লক্ষ্মীপুর থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৫১৫ গ্রাম, যার মূল্য এক কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
যশোর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানায়, গতকাল (৩১ মার্চ) সন্ধ্যার দিকে ভারত সীমান্তবর্তী লক্ষ্মীপুর গ্রামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে টহলরত বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দেয়। এসময় ওই যুবক দৌঁড়ে ভারতীয় সীমানার মধ্যে পালিয়ে যান। তবে পালানোর সময় ওই যুবকের কোমরে থাকা ১৩টি স্বর্ণের বার বাংলাদেশ সীমানার মধ্যে পড়ে যায়। এরপর বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।
আটক স্বর্ণ চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।