শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

টিকা দেওয়ার নাম করে নারীদের শ্লীলতাহানি করত রাশেদ

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২১, ২০:৩৩

আটককৃত ভুয়া চিকিৎসক রাসেদ

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় গাইনি চিকিৎসক পরিচয়ে টিকা দেওয়ার নাম করে নারীদের শ্লীলতাহানি করত এক ভুয়া চিকিৎসক। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শ্লীলতাহানির অভিযোগে তকে আটক করেছে পুলিশ।

সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন নিউজফ্ল্যাশ৭১-কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রাশেদ নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে নগরীর কাজীর দেউরি এলাকায় বিভিন্ন পুরুষশূন্য বাসায় প্রবেশ করে নারীদের স্পর্শকাতর নানা প্রশ্ন করে বিব্রত করতে থাকেন। পরে তাদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানিরও চেষ্টা চালান।

পরে হয়রানির শিকার নারীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে রাশেদকে আটক করে পুলিশে তুলে দেয়। তবে স্বাস্থ্যকর্মী পরিচয় দেয়া রাশেদ তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাছাড়া রাশেদের বক্তব্যও ছিল বিভ্রান্তিকর।

এ ঘটনায় হয়রানির শিকার এক নারী বাদী হয়ে কোতোয়ালি থানায় ভুয়া চিকিৎসক রাশেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top