টেকনাফে চার হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
শাকিল খান | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩, ১৯:০১
কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ র্যাব-১৫ কর্তৃক একজন গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় মোঃ আব্দুল্লাহ (৩০) পিতা-আব্দুল গফুর, মাতা-মৃত নুর নাহার, সাং-মিনা বাজার, জিমংখালী, ০৬নং ওয়ার্ড, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার ।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মো. শামসুল আলম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (০১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ পূর্ব সাতগড়িয়া পাড়া এলাকায় এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।