দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত
শাকিল খান | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩, ২২:৫৭
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে সোহাগ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় সেখানে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়।
স্থানীয় সময় শনিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ৬ নং নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের আব্দুল হাকিম ট্যান ডলার বাড়ির মো. কোবাদ মিয়ার ছেলে। সোহাগের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
ছয় ভাই-বোনের মধ্যে ছোট ছেলেকে হারিয়ে সবাই পাগল প্রায়। কোনোভাবে সোহাগের এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন। মৃত্যুর খবরে সোহাগের স্ত্রী এক বাচ্চা নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের খুনের ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির জোহানেসবার্গ টাউনে অবস্থিত নোয়াখালী সুপার মার্কেটে হঠাৎ করে ঢুকে পড়ে একদল ডাকাত। এ সময় নিরাপত্তাকর্মীরা এক ডাকাতকে ধরে ফেলেন। কিন্তু এরপরই এলোপাতাড়ি গুলি চালায় ওই দলের অন্য সদস্যরা।
এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সোহাগ। তিনি ওই মার্কেটের একটি দোকানে কাজ করতেন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সোহাগের লাশ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
বিষয়: দক্ষিণ আফ্রিকা ডাকাত গুলি নিহত হামলা newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।