শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নওগাঁয় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

নওগাঁ থেকে | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২১, ২৩:১১

ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার উত্তর মানিকুড়া গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান নিউজফ্ল্যাশ৭১-কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে পারিবারিক বিষয় নিয়ে মা ছেলের মধ্যে ঝামেলা হয়। এসময় ছেলে আরিফ তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।

পরে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহানা বেগম মারা যান। এ বিষয়ে সাহানার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top