বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

খাগড়াছড়ির ৫ উপজেলায় সড়ক অবরোধ চলছে

শাকিল খান | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩, ২০:৩৩

খাগড়াছড়ির মানিকছড়িতে হ্লাসিংমং মারমা নামে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক সদস্যকে হত্যার প্রতিবাদে জেলার পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। সড়ক অবরোধ চলাকালে লক্ষীছড়ি উপজেলার সড়কে বেশ কয়েকটি সিএনজি, মোটরসাইকেল ভাঙচুর করে তারা।

বুধবার (০৫ এপ্রিল) ভোর ৬টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়; চলবে দুপুর ২টা পর্যন্ত। অবরোধ ডাকা উপজেলাগুলো হলো–মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি। জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী এবং সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত গাড়ি এ অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মানিকছড়ি ময়ূরখীল এলাকার কলেজিয়েট স্কুলের সামনে টায়ার ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায় পিকেটাররা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলে। ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোর্চগুলো পুলিশী পাহারায় খাগড়াছড়ি পৌঁছে।

উল্লেখ্য, গত রবিবার (২ এপ্রিল) হ্লাচিং মং মারমা (উষা) সাংগঠনিক কাজে যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়া এলাকায় গেলে তাকে ধরে নির্মমভাবে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেয় প্রতিপক্ষের লোকজন। এরপর তাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান বলে জানিয়েছে ইউপিডিএফ।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top