ঈদের শপিং করে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

শাকিল খান | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩, ২০:৩১

বাবা-ছেলের ফেরা হলো না বাড়িতে

ছেলেকে নিয়ে ঈদ-শপিং করে বাড়ি ফেরা হলো না সীতাকুণ্ডের মোহাম্মদ সেলিমের। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে দুজনেই নিহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) রাত ১০ টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রাতে সীতাকুণ্ড থেকে ঈদের কেনাকাটা করে মনের আনন্দে বাড়ি ফিরছিল ওয়াহেদপুর এলাকার ডিস ব্যবসায়ী সেলিম উদ্দিন (৩৪) ও তার একমাত্র ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র মিনহাজ উদ্দিন (১০)।

বড়দারোগারহাট গাড়ি থেকে নেমে পিতা-পুত্র মহাসড়ক ধরেই বাড়ি যাচ্ছিল, এ সময় জাফরাবাদ এলাকা অতিক্রমকালে তরমুজ বোঝাই পিকআপ রাস্তার উপর উল্টে গিয়ে পিতা-পুত্রকে চাপা দেয়। স্থানীয়রা তাদের মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, পিকআপে থাকা চালক ও হেলপারকে ও আহত অবস্থায় চমেক পাঠানো হয়েছে। তবে তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

এদিকে নিহত সেলিম ও তার পুত্রের ঈদের শপিং করা জামাকাপড় হাতে নিয়ে সেলিমের স্ত্রী ও ছোটকন্যা শোকে যেন পাথর হয়ে গেছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top