বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

শাকিল খান | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ১৯:১৮

সাংগঠনিক নির্দেশনা না মানায় বাংলাদেশ ছাত্রলীগ আমতলী উপজেলা শাখার সভাপতি মো. মাহবুবুল ইসলাম মাহবুবকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, দলের সাংগঠনিক নির্দেশনা অমান্য করায় আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহাবুব ইসলাম মাহবুবকে তার পদ থেকে অ্যবাহতি দিয়ে সিনিয়র সহ-সভাপতি মতিন খানকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুব ইসলাম মাহবুব বলেন, অব্যাহতির বিষয়টি শুনেছি তবে এখনো হাতে কোনো পত্র পাইনি।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিন খাঁন বলেন, মাহবুবকে অব্যাহতি দিয়ে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top