শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক বাংলাদেশি প্রবাসীর

শাকিল খান | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১৮:৫৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দিদার ওরফে বাদল (৪৫) নামের এক বাংলাদেশি প্রবাসী। রবিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় বাদ মাগরিব দেশটির রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার গ্রামের হাজী মো. আশিদ মিয়ার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তিনি সৌদি আরবে চারটি মাদ্রাসার সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, রবিবার সকালে প্রাইভেটকার করে নিজ কর্মস্থলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাদল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার আইসিইউতে চিকিৎসা চলছিল। বাংলাদেশ সময় বাদ মাগরিব খবর আসে তিনি মারা গেছেন।

বাদল প্রায় ২৪ বছর যাবৎ সৌদিতে রয়েছেন। সেখানে তিনি চারটি মাদ্রাসার সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন। ২০ রোজায় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়ার পর তার দেশে ফেরার কথা ছিল।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top