বৃষ্টির জন্য নামাজ আদায়
শাকিল খান | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৮
দেশে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। শরীরে অনুভূত হচ্ছে তীব্র জ্বালাপোড়ার। এদিক বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। তাই বৃষ্টির আশায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী।
শুক্রবার (১৪ এপ্রিল) জুম্মার নামাজের পর বৃষ্টির আশায় খুলনার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছে স্থানীয়রা। খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ আদায় করেন গ্রামবাসীরা। বিশেষ এ নামাজে প্রায় ২ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরবা জামতালা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।
এ বিষয়ে স্থানীয় ইমাম সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।