টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে সিলেটে

শাকিল খান | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ১৯:৩৯

ছবি: সংগৃহীত

১৪ দিন টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে সিলেটের কোম্পানীগঞ্জে। সারাদেশের মানুষের যখন গরমে হাঁসফাঁস অবস্থা, তখন বৃষ্টিতে ভিজল সিলেটবাসী।

গতকাল রাত ৯টা থেকে বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে যা ঝড়ে রূপ নেয়। এমনকি কোথাও কোথাও শিলা বৃষ্টিও হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল সিলেট টুডের এক প্রতিবেদনে জানা যায়, পুরো সিলেটজুড়েই রাত থেকে শীতল বাতাস বাইছে। রাতে পুরো জেলায় বৃষ্টির আশা করছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যার পর থেকে তাপমাত্রা বাতাস শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরের জিন্দাবাজার এলাকার আব্দুল কাইয়ুুমও। তিনি বলেন, গরমে ঈদের ব্যবসাও কমে গিয়েছিলো। একে তো গরম ও তার ওপর লোডশেডিং। তাই দোকানে থাকা যাচ্ছিল না। সন্ধ্যার পর থেকে বাতাস শুরু হওয়ায় গরম অনেকটা কমেছে।

সিলেটের আবহাওয়া পর্যবেক্ষক শাহ মোহাম্মদ সজিব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আগেই আমরা বৃষ্টির আভাস দিয়েছিলাম। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও এর আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এরমধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top