• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পদ্মা সেতুতে উঠে মোটরসাইকেলআরোহীদের উল্লাস

শাকিল খান | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ১৮:২৩

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় সাড়ে ৯ মাস অপেক্ষার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। আজ সকাল সকাল ৫টা ৫০ মিনিটে থেকে এ মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। ১০-১২ মিনিটে পদ্মা সেতু দিয়ে পদ্মা পার হয়ে আনন্দ উল্লাস করছেন মোটরসাইকেলআরোহীরা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে দেওয়ার নির্দেশনা দেন।

আজ সকালে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর আগে থেকেই মাওয়া প্রান্তে ঈদমুখি মোটরসাইকেল আরোহীদের ভিড় জমে যায়। সেতু কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে তারা সেতু পারাপার হচ্ছেন।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। ২৬ জুন সকাল থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। ওই দিনই রাতে বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে দুজন নিহত হন। দুর্ঘটনা এড়াতে ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সেতু দিয়ে চলাচলের জন্য বাইক সার্ভিস লেন তৈরি করা হয়েছে। পদ্মা আর জাজিরা ও মাওয়া প্রান্তের টোল প্লাজায় বৃদ্ধি করা হয়েছে আরও তিনটি লেন।

পদ্মা দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সকাল থেকে বাইকের ভিড় দেখে আমরা অবাক হয়েছি। শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি। তবে বাইকারদের চালকরা শৃঙ্খলা সঙ্গে চালাচ্ছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top