মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণ, টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের
শাকিল খান | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩, ১৯:০০
মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণ সইতে না পেরে মোবাইল অপারেটর টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে মোফাচ্ছেল (২০) নামের এক তরুণ। গতকাল (২৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণ সইতে না পেরে মোবাইল অপারেটর টাওয়ারে উঠে আত্মহত্যার পরিকল্পনায় মোবাইল টাওয়ারে উঠেন ওই এলাকার হাসমত আলী সিকদার বাড়ির এজাহার মিয়া ছেলে। আতঙ্ক নিয়ে নিচ থেকে তা দেখছে মানুষ। ততক্ষণে উপস্থিত হন রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত ও রাউজান পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক। তারা পুলিশ ও রাউজান ফায়ার সার্ভিসে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতিতে নেমে আসে ওই তরুণ। নেমে আসার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়লে ফায়ার সার্ভিসের গাড়িতে করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রাউজান থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, মোফাচ্ছেলের বড় ভাই ঋণ নিয়েছিল। জামিনদার হন মোফাচ্ছেল ও তার মা। অভাবের কারণে ঋণ পরিশোধ করতে না পারায় তার মায়ের সঙ্গে এনজিও কর্মীরা অশোভন আচরণ করেন। এ কারণে হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টায় ওই যুবক মোবাইল টাওয়ারে উঠেছিলেন। তাকে বুঝিয়ে কৌশলে নামিয়ে আনা হয়েছে। মোফাচ্ছেল বর্তমানে সুস্থ আছে।
বিষয়: অশোভন আচরণ এনজিও আত্মহত্যা News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।