গভীর সমুদ্র থেকে ১৯ জেলেকে জীবিত উদ্ধার

শাকিল খান | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ১৮:৩২

১৯ জেলে জীবিত উদ্ধার

কক্সবাজার চ্যানেলের গভীর সমুদ্রে ভাসমান ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (২৯ এপ্রিল) সকালে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২.৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে একটি ফিশিং ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ২৩ এপ্রিল এফ বি ‘সজীব-১’ নামের একটি ট্রলার মাছ ধরার জন্য ভোলার মনপুরা হতে সাগরে যায়। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে ২৮ এপ্রিল ট্রলারটির পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চাওয়া হয়।

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও কোস্টগার্ডের নিয়মিত টহল কার্য অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্টগার্ড জাহাজ মনসুর আলীর অধিনায়ক ক্যাপ্টেন জুবায়ের শাহীন, (এনডি), পিএসসি, বিএন এর নেতৃত্বে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

পরে শনিবার কক্সবাজার থেকে ২২ দশমিক ৫ নটিকাল মাইল দূরে থেকে ১৯ জন জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পরে জেলেসহ বোটটিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়।

ফিশিং বোটটি উদ্ধারের পর ফিশিং বোটের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top