শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

তুলাতুলি বস্তির আগুন নিয়ন্ত্রণে

শাকিল খান | প্রকাশিত: ১ মে ২০২৩, ২০:০৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মহানগরীর রাজাখালী এলাকায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস।

সোমবার (১ মে) সকাল ১১টায় ওই এলাকার জামাই বাজারের তুলাতুলি বস্তিতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতহাতের খবর পাওয়া যায়নি। তবে নিম্ন আয়ের ১৫/২০ টি পরিবারের সবকিছু আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো ঘটনাস্থলে আছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top